কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আরো পড়ুন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলায় সবজি বোঝাই পিকআপ উল্টে এক রিকশাচালক নিহত হয়েছে।

রবিবার উপজেলার নাজিরা বাজার ইউটার্নে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিলন মিয়া। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।

ময়নামতী ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আকুল জানান, নাজিরা বাজার এলাকায় সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান মোড় নেয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে যায়।

মরদেহ ও পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ