যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আরো পড়ুন

আনন্দ শোভাযাত্রা, শেখ রাসেল জিমনেসিয়ামে অবস্থিত শহিদ শেখ রাসেল’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।

শেখ রাসেল-এর জন্মদিন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে শেখ রাসেল জিমনেসিয়াম পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করেন। পরে শেখ রাসেল জিমনেসিয়ামে অবস্থিত শহিদ শেখ রাসেল’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আকরামুল ইসলাম।

এসব অনুষ্ঠানে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ গালিব, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ্ আল মামুন, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ উদ্দিন ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যবিপ্রবির জ্যেষ্ঠ অধ্যাপক ড. আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. আলম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক ড. আশরাফুজ্জামান জাহিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ