যশোরের অভয়নগর উপজেলায় একটি সেমি অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় বিসমিল্লাহ সেমি অটোরাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম শফিকুল ইসলাম (২৬)। তিনি যশোর শহরের টালিখোলা পুলিশলাইন এলাকার আবদুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিসমিল্লাহ সেমি অটোরাইস মিলের শ্রমিক শফিকুল ইসলাম প্রতিদিনের মতো গতকাল রাতে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মিলের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলের শ্রমিক শফিকুল ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে তাঁর লাশ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, রাইস মিলের বয়লারে কোনো ত্রুটি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অদক্ষভাবে পরিচালনা করার কারণেই বিস্ফোরণ হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
জাগো/আরএইচএম

