৯০তম ইন্টারপোল অধিবেশনে যোগ দিচ্ছেন আইজিপিসহ চার কর্মকর্তা

আরো পড়ুন

৯০তম ইন্টারপোলের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ চারজনকে যোগদানের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব শামীম হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

ইন্টারপোলের সাধারণ পরিষদের অধিবেশনে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছাড়াও বাকি তিন কর্মকর্তা হলেন- পুলিশ বিভাগের (অপারেশনস) ডিআইজি হায়দার আলী খান, এনসিবির এআইজি মোহাম্মদ ইহসান সাত্তার ও আইজির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৮ থেকে ২১ অক্টোবর ৯০তম ইন্টারপোলের সাধারণ পরিষদের অধিবেশন ভারতের নয়া দির্লিতে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বাংলাদেশ পুলিশের আইজিসহ চারজনকে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। এই অধিবেশনে তাদের যোগদানের জন্য যাবতীয় খরচাপাতি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বহন করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ