গাজীপুরের শ্রীপুরে লিচু গাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মৃত ছিদ্দিক গাজী ছেলে আবুল কাশেম গাজী (৩৩), একই গ্রামের মৃত ইদ্রিস আলীর চেলে মো. ফখরুল ইসলাম (৫০) ও ওই এলাকার ভাড়াটিয়া ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ফালান (৪০)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে র্যাব-১ উক্ত ৩ জনকে গ্রেফতার করে।
ভিকটিম নিহত যুবক মো. এনামুল হক (৩৭) ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ চর লক্ষীপুর ইসলাম উদ্দিনের ছেলে, সে পেশায় বালু ব্যবসায়ী।
পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানান, বালু বিক্রি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই ওই যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর জেলার শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ইসমাইল মৃধার লিচু বাগান থেকে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরদিন পুলিশ শ্রীপুর থানায় অজ্ঞাত আসামির নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও র্যাব কাজ শুরু করে।
র্যাব কমান্ডার জানান, আসামি আবুল কাশেম গাজীর বাড়ি থেকে ভিকটিম এনামুলের ব্যবহৃত মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জাগো/আরএইচএম

