মধুমতি সেতুতে ২৪ ঘণ্টায় চার লাখ টাকা টোল আদায়

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি সেতু উদ্বোধনের প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময় সেতু থেকে চার লাখ টাকা টোল আদায় হয়েছে।

বুধবার সকালে মধুমতি সেতুর টোলিং সিস্টেম প্রজেক্ট ম্যানেজার আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সেতুতে ২ হাজার ৫০০টি যানবাহন চলাচল করেছে। আর বিকেল ৪টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত গাড়ি চলাচল করেছে আরো ১ হাজার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন থেকে সর্বমোট চার লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

এর আগে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধুমতি সেতুর উদ্বোধন করেন।

উপসহকারী প্রকৌশলী আবদুল হালিম খান বলেন, টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি চালু রয়েছে। এখনো টোল ইজারা দেয়া হয়নি। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন। দরপত্র আহবানের মাধ্যমে মধুমতি সেতুর টোল ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ