মেহেরপুরে উঠান বৈঠক থেকে জামায়াতের ১০ নারী কর্মী গ্রেফতার

আরো পড়ুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় উঠান বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরাকোনা গ্রামের হজরত আলীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার নারীরা হলেন নাজিরাকোনা গ্রামের ডলি খাতুন (৩০), শাহিদা বেগম (৬০), সানোয়ারা খাতুন (৩৫), নিলুফা খাতুন (৩৫), রোকসানা খাতুন (৩২), শেফালী খাতুন (৩৫), বেদেনা খাতুন (৩৫), তানিয়া খাতুন (২৫), রুমিয়া খাতুন (৩০) ও সুরাইয়া খাতুন (২০)। পুলিশের দাবি, গ্রেফতার নারীরা সবাই জামায়াতে ইসলামীর কর্মী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা-পুলিশের একটি দল বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের হজরত আলীর বাড়িতে অভিযান চালায়। জামায়াতের নারী কর্মীদের বৈঠক চলাকালে নাশকতা করার পরিকল্পনা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয়, দলীয় ও জিহাদি ২৩টি বই জব্দ করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, আটক জামায়াতের নারী কর্মীরা বর্তমান সরকারের বিরুদ্ধে সমাজে বিদ্বেষ ছড়ানোর কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ১০ জন ও অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ