সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় মনিরুল ইসলাম মনি (৩২) এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বাজারের ব্যবসায়ীরা।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মনিরুল গুরুদাসপুর উপজেলার সাইদুর ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাড়াশ পৌর বাজার এলাকায় এক মুদি দোকানে মনিরুল সিআইডি পুলিশ পরিচয়ে যান। এ সময় দোকানের মালিককে বলেন, ‘তোমার দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র আছে সেই অপরাধে জরিমানা করা হবে। হয় আমাকে টাকা দাও না হলে ম্যাজির্স্ট্রেট দিয়ে জরিমানা করা হবে।’ এই নিয়ে দোকানদারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মনিরুল।
এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাগো/আরএইচএম

