কেশবপুরে শিক্ষার্থীদের আনন্দে গণিত শেখাতে শিক্ষকদের প্রশিক্ষণ

আরো পড়ুন

কেশবপুরে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে আনন্দ গণিত শেখাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী গণিত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন গণিত শিক্ষককে ৪টি ব্যাচে ৬ দিন করে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রভাত কুমার রায় ও সন্তোষ কুমার মন্ডল এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু।

এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম বলেন, ৪টি ব্যাচে প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন গণিত শিক্ষককে অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী ব্যাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজভাবে ও আনন্দে গণিত শিখতে পারবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ