ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের সময় বিসর্জন ঘাটের কাছে ছুরিকাঘাতে শান্ত রহমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট সংলগ্ন গরুর হাটের পাশে এই ঘটনা ঘটে।
নিহত শান্ত রহমান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির ছেলে।
এই ঘটনায় সাজ্জাত হোসেন শিমুল (২২) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে সাড়ে আটটার দিকে শান্ত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা গেছে। কেন, কিভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে, তদন্ত চলছে।
তিনি আরো বলেন, নিহত শান্ত’র সাথে থাকা সাজ্জাত হোসেন শিমুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন, চাপাতি (দেশিয় অস্ত্র) উদ্ধার করা হয়েছে। তবে, এই ঘটনা পূজা বা বিসর্জনের সাথে সম্পৃক্ত না। কারণ, নিহত শান্ত’র কাঁধে ব্যাগ ছিলো। ছিনতাইকারী এমন কাজ করলো নাকি অন্য কেউ জানার চেষ্টা চলছে।
জাগো/আরএইচএম

