আশুলিয়ায় প্রেমিকের বাসায় গিয়ে ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

আরো পড়ুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় প্রেমিকের বাসায় গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত মিম ওরফে কুলসুম নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ফিরোজ আলমকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুসরাত মিম বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামের শাহজাহান তালুকদারের মেয়ে। নুসরাত মিম সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আটককৃত ফিরোজ আলম ঢাকার দোহার থানার রাধানগর গ্রামের মো. ওমর আলীর ছেলে।

জানা যায়, ফিরোজ বিয়ে করেছে জানতে পেরে তার বাসায় যায় প্রেমিকা মিম। ফিরোজ তাকে ঘরে রেখেই বারান্দায় স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলতে যান। এ সময় বারান্দার দরজা ঘরের ভেতর থেকে আটকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন মিম। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মিমের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত মিমের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ