বগুড়ায় ডিবি পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও সহস্রাধিক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের সেউজগাড়ীতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মশিউর রহমান খোকনকে (৪৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন সোনাতলা উপজেলার চমরগাছা ছয়ঘরিড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
একই রাতে বগুড়া রেলওয়ে ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়ার আলাউদ্দিন এর ছেলে আরিফুল ইসলাম (৩৪) ও ঢাকার সাভার থানার হিজলা বেগুনবাড়ীর নুরুল ইসলামের ছেলে আল আমীন (৪২)। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে একটি এবং আরিফুলের নামে ৫টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
জাগো/আরএইচএম

