চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বেলার বাজার আড়গড়া সড়কের কেচ্ছাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছরের মোহাম্মদ জুয়েল শিবগঞ্জ উপজেলার ধুবানিনগরের রফিকুল ইসলামের ছেলে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নাচোল উপজেলায় নিজের পেয়ারা বাগান দেখতে সাদ্দাম নামের একজনকে নিয়ে ভোরে রওনা হন জুয়েল। গোমস্তাপুরের বেলাল বাজার আরগাড়া সড়কে কেচ্ছাগাড়ি এলাকায় এলে কয়েকজন মোটরসাইকেলটি গতিরোধ করেন। এ সময় সাদ্দাম দৌড়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন জুয়েল। পরে আশঙ্কাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মরদেহের সুরতহাল করা হয়েছে। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে, বিষয়টি বোঝার চেষ্টা করছি। এ নিয়ে কাজ শুরু করেছি।’
জাগো/আরএইচএম

