সাজেকে যান চলাচল স্বাভাবিক

আরো পড়ুন

রাঙ্গামাটির সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। সড়কের মাটি সরিয়ে নেয়ার পর বাঘাইহাট জোন থেকে বুধবার ২টার পর সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় রাতে পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত পর্যটকবাহী গাড়ি। স্থানীয়রাসহ আটকা পড়েন বহু পর্যটক। বুধবার সকালে খবর পেয়ে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় লোকজন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকে পাহাড় ধস হয়েছে। সকাল ৮টার দিকে ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ