ক্যাম্পাসে বিষ প্রয়োগে ১৮ কুকুর হত্যা, যবিপ্রবির রেজিস্ট্রারকে আইনি নোটিশ

আরো পড়ুন

ক্যাম্পাসে বিষ প্রয়োগে কুকুর হত্যার বিচার চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রারকে আইনি নোটিশ পাঠিয়েছেন খুলনা জজ কোর্টের এক আইনজীবী।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে আইনজীবী ফরহাদ আব্বাস ডাক ও রেজিস্ট্রিযোগে এই নোটিশ পাঠান। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবীর মক্কেল শামীম আকন।

নোটিশে বলা হয়েছে, আমার মক্কেল গার্ডিয়ানস অব পস অ্যান্ড ক্লস (জিপিসি), একটি বেসরকারি প্রাণী সেবামূলক প্রতিষ্ঠানের সভাপতি শামীম আকন এবং অ্যাডমিন শেখ সাগরের পক্ষ থেকে জানাচ্ছি যে, বিশ্বস্ত সূত্রে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে আপনাদের ক্যাম্পাসে বিষ প্রয়োগে সুস্থ-সবল ১৮টি কুকুর হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে, যা অত্যন্ত পাশবিক এবং আইনত দণ্ডনীয়।

উক্ত ঘটনার অনুমতি প্রদান ও সহযোগিতা করে আপনারা প্রকৃতির ভারসাম্যহীনতার কারণ ঘটিয়েছেন এবং দেশের প্রচলিত প্রাণী কল্যাণ ২০১৯-এর ধারার ১১(১)-এর ব্যত্যয় ঘটিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে বিষপ্রয়োগে কুকুর হত্যার বিষয়টি তদন্তপূর্বক সত্যতা যাচাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক আমাদের অবগত না করলে আমরা দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

প্রসঙ্গত, জলাতঙ্ক দিবসে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) যবিপ্রবি ক্যাম্পাসে ১৮টি সুস্থ কুকুরকে বিষ প্রয়োগে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি তাদের অজানা।

তবে বিষ প্রয়োগকারী ব্যক্তি জাকির মিয়া বলেন, কুকুর নিধনের জন্য দুই হাজার টাকার চুক্তিতে তাকে নিয়ে আসা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের নিরাপত্তা কর্মকর্তা মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশনায় তিনি কুকুর হত্যা করেছেন। এদিকে, মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কুকুর মারতে নির্দেশ দিইনি। কে বা কারা মেরেছে আমি তাদের চিনি না।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতাসহ দেশের বিশেষজ্ঞমহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ