যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে ইরানের একটি যাত্রীবাহী বিমান ভারতের দিল্লি বিমানবন্দরে নামার অনুমতি চাইলে তা দেয়া হয়নি, বরং বোমাতঙ্কে বিমানটি যেন কোনোভাবেই দিল্লিতে অবতরণ করতে না পারে সে জন্য বিমানবাহিনীর দুটি বিমান সেই বিমানটিকে তাড়া করে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ওই বিমানটি ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
খবরে আরো বলা হয়, তেহরান থেকে যাত্রা শুরু করা মাহান এয়ারের বিমানটির গন্তব্য ছিল চীনের গুয়াংঝাও। পথে যান্ত্রিক ত্রুটি জানিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণের সুযোগ চায় বিমানটি।
এরইমধ্যে সকাল সোয়া ৯টায় পুলিশের কাছে আসা একটি ফোনে দাবি করা হয়, তেহরান থেকে আসা ওই বিমানে বোমা রয়েছে। এই সময়েই বিমানটি ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের তরফে বোমাতঙ্কের বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগকে জানানো হয়।
পরে দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে জয়পুর বা চণ্ডিগড়ে অবতরণ করার পরামর্শ দেয়। কিন্তু ইরানের মাহান এয়ার সেখানে অবতরণ করতে রাজি হয়নি। অবশ্য জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষও ওই বিমানটিকে অবতরণের অনুমতি দেয়নি। ফলে ইরানের বিমানটি ওই অবস্থাতেই চীনের দিকে উড়ে যায়।
জাগো/আরএইচএম

