যশোর: যশোর জেলা আওয়ামী লীগের গ্রæপিং রাজনীতিতে দিনে দিনে পাল্লা ভারী হচ্ছে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের। অতীতের সময়ের চেয়ে এখন নবিল গ্রুপ শক্তিশালী হয়ে উঠেছে। একে একে নেতারা নাবিল আহমেদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
সর্বশেষ রবিবার (০২ অক্টোবর) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এমপি নাবিল আহমেদের ঢাকার অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে একতাবদ্ধভাবে রাজনীতি করার ঘোষণা দেন।
এদিন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার গাজী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুধন্য দাস, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম হিমু, আলীম হোসেন, শাকির মাহমুদ, সুজিত বিশ্বাস, মাস্টার আনোয়ারুল ইসলাম, আলম মোড়ল, বাবর আলী, আব্দুল গণী, হযরত আলী, কৃষক লীগের সভাপতি ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফশিয়ার রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌতম বোস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সাহা, ইউনিয়ন যুবলীগ নেতা জি.এম সবুজ হাসান, আসাদ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ, সাবেক আহবায়ক জাহিদ হোসেন ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু সাইদ, সহ সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, মোর্তজা, প্রচার সম্পাদক মহিউদ্দিন সানি, সদস্য হৃদয়, ইউপি সদস্য আঃ মালেক, আঃ রাজ্জাক, ফসিয়ার রহমান, মকবুল হোসেন, হযরত আলী, তানজিলা খাতুন, রহিমা বেগম, শিউলী খানম সহ ০৯ টি ওয়ার্ডের আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের শতাধিক নেতৃবৃন্দ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সঙ্গে রাজনীতি করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার গাজী বলেন, আগামীতে সকল কর্মকান্ডে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে একতাবদ্ধ ভাবে রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ।
এর আগে ৩০ জুন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলন, সদস্য ফিরোজ আলম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, যশোর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আজিজুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, যশোর শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা শেখ উজ্জ্বল, জুলফিকর আলী ভুট্টো, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আলিমুজ্জামান আলী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর সালামসহ দুই শতাধিক নেতাকর্মী কাজী নাবিল আহমেদের সাথে যুক্ত হোন।

