চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে নিজ বাড়ি থেকে সব্বত আলী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ
আজ রবিবার (২ অক্টোবর) দুপুরে দামুড়হুদা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতে কেউ তাকে হত্যা করে ঘরের মধ্যেই ফেলে রাখে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, রবিবার সকালে পরিবারের লোকজন সব্বত আলীকে বসতঘরের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসী এলে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের গলায় ফাঁস ও শরীরের কয়েক স্থানে রক্তপাতের চিহ্ন রয়েছে।
পুলিশ সুপার আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
জাগো/আরএইচএম

