ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ (৩০ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।
রাত ১১টা ৫৫ মিনিটে টাইগারদের বহনকারী বিমানটি নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে। ২ অক্টোবর সকালে পৌঁছানোর কথা রয়েছে।
সিপিএল খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সেদিনই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
৭ অক্টোবর বাংলাশে-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি করে মোট ৪ টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবেন সাকিবরা। ১৪ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে এই সিরিজ, আর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ ও ১৯ অক্টোবর দুই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে ২২ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের। এর আগে নিউজিল্যান্ডে শেষ পরীক্ষা সাকিবদের।
জাগো/আরএইচএম

