যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শামীম রেজার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার সময় কৃষ্ণনগর সম্মিলনী স্কুলের হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা শেষে শামীম রেজার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।
তিনি বলেন, শামীম রেজা ছিল আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। জামায়াত বিএনপির দুঃশাসনের সময় সে বহু হামলা মামলার সম্মুখিন হয়েছে। ব্যক্তি শামীম ছিল অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সর্বদা হাস্যোজ্জ্বল ও সদালাপী মিষ্টভাষী৷ এসময় তিনি প্রতিশ্রুতি দেন প্রয়াত শামীম রেজার সহধর্মীনিকে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে চাকরীর ব্যবস্থা করবেন।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম। ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, শ্রমিকলীগ আহবায়ক জাহাঙ্গীর সরদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ সদস্য আবু জাফর মনি, আব্দুল বারিক, জাফিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, মৎসজীবী লীগের আহবায়ক ফারুক হোসেন প্রমূখ।
উল্লেখ্য গতবছর ২৮ সেপ্টেম্বর যশোর শহর থেকে ব্যক্তিগত কাজ শেষ করে মোটসাইকেল যোগে ঝিকরগাছা ফেরার পথে নতুনহাট নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শামীম রেজা মারা যান।

