আমরা ঐক্যবদ্ধ হয়ে আলোচনায় বসতে পারি: পরিকল্পনামন্ত্রী

আরো পড়ুন

সাম্প্রতিক সময়ের আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপিকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে, লাঠি চালাচালি করে মূল্য কমাতে পারবেন না।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমাদের নিজেদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আলোচনার টেবিলে বসতে পারি। সেখানে বসলে সমাধান সম্ভব। এজন্য আপনাদের নীতিগতভাবে কিছু কাজ করতে হবে। সেটা সরকার করছে।
আপনারাও নেতা হিসেবে বা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন। লাঠি নিয়ে রাস্তায় নামা, এটা ভালো কোনো উদাহরণ নয়। আমরা শিক্ষিত জাতি।

জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যে সাহস এবং দৃঢ়তা, তা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে তিনি সেটা প্রতিফলিত করছেন তার কাজের মাধ্যমে।

এম এ মান্নান বলেন, সঠিক হাতে বাংলাদেশ রয়েছে। গত ১৫ বছর দেশের স্থিতিশীলতার কারণে বাংলাদেশের মানুষ যে উপকার পেয়েছে, এটা আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে যদি আমরা জাতি হিসেবে শৃঙ্খলা প্রদর্শন করি এবং যদি না নিজেরা নিজের পায়ে কুঠারাঘাত না করি।

সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় যোগদান করেন পরিকল্পনামন্ত্রী। বিকেল পৌনে ৬টায় মন্ত্রী প্লেনে করে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

জাগাে/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ