রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার যাত্রী।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার যমুনেশ্বরী নদীর বারাতি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় তারাগঞ্জ উপজেলার ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল।
বরাতি ব্রিজের কাছে পৌঁছলে নীলফামারীর সোদপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুরাইয়া আক্তার নামে শিশুটির মৃত্যু হয়।
ইকরাচালীর মামুন (২৫), রবিউল (২৫), জিন্নাত (৫) ও খাদিজা খাতুনসহ ছয়জন আহতকে উদ্ধার করে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে বাসকে জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। রংপুর-দিনাজপুর মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জাগো/আরএইচএম

