দামুড়হুদায় গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আরো পড়ুন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনায় গুণগতমান সম্পন্ন আখের বীজ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনিস্টিটিউটের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসআরআই প্রকল্প পরিচালক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরুজ কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূইয়া, ঈশ্বরদী উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জামাল উদ্দীন, ওমর খৈয়াম, কেরুজ বীজ পরিদর্শন ও কৃষিতত্ত্ব ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সম্প্রসারণ ব্যবস্থাপক মাহাবুবুবর রহমান, ইক্ষু সংগ্রহ ও ঋণ উপব্যবস্থাপক মুহাম্মদ আবু তালহা।

এসময় ঈশ্বরদী রোগতত্ত্ব বৈজ্ঞানিক কর্মকর্তা তাসফিকুর আমিন আপনের উপস্থাপনায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সসহ বীজ ও কৃষি বিভাগের সকল কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ