গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৪১১ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৭১৮ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন।

