চুয়াডাঙ্গায় বসতঘর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়া থেকে দেহ দুটি উদ্ধার করা হয়।
ওই দুইজন হলেন ৭০ বছর বয়সী নজির উদ্দিন ও তার স্ত্রী ৬০ বছর বয়সী ফরিদা খাতুন।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানার চেষ্টা চলছে।
জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের (দম্পতি) হত্যা করে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। হত্যার কারণ জানা যায়নি। পিবিআই ও সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে।

