ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আরো পড়ুন

রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী বাবুল মণ্ডল জানান, সকাল ১০টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মহাখালী রেলগেট ক্রসিং পার হয়ে যাওয়ার পর রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আশপাশের কেউ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার পরনে রয়েছে লুঙ্গি ও কোমরে গামছা বাঁধা ছিল। তার নাম-পরিচয় জানা যায়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ