হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

আরো পড়ুন

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভূবনকুড়া ইউনিয়নের কোচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত বন্যহাতির পাল হানা দিয়ে রোপণকৃত আমন ধানের ফসল নষ্ট করে আসছে। হাতির আক্রমণ থেকে বাঁচতে ও ঘর-বাড়ি রক্ষা করতে জেনারেটরের মাধ্যমে সীমান্ত এলাকায় কারেন্ট শকের ব্যবস্থা করছিল জাহাঙ্গীর আলম। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে স্থানীয়রা ওইস্থান থেকে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, সীমান্ত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে গতকাল রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একই এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১১২২ নম্বর পিলারের কাছে পাহাড়ের ঢালে ফসলি জমি রক্ষা করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান কৃষক নওশের আলী।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ