ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধবয়স্ক (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়৷

প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষী আলতাফ হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জমিতে পানি আছে কিনা দেখতে গেলে অজ্ঞাত এক মহিলাকে ধানক্ষেতের মধ্যে পরে থাকতে দেখতে পাই। পরে লাউজানি রেলক্রসিং এ ডিউটিরত ট্রাফিক পুলিশকে বললে, তারা ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেয়। পরে পাঁচটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে৷ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা মরদেহ থানায় নিয়ে যায়।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, লাউজানি রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের পাশে দুইটা পানির খালি বোতল ছিল। প্রাথমিক সুরতহালে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ