মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া দরকার: তথ্যমন্ত্রী

আরো পড়ুন

পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরো নিকৃষ্ট, আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এর চেয়ে ভালো ছিলাম- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। অতএব, তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। মির্জা ফখরুল কিভাবে তা বলেন? আমি তো মনে করি, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি কিভাবে বলেন, পাকিস্তান আমল ভালো ছিল বা পাকিস্তান ভালো ছিল?’

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতও বলেছেন, এ সফর অত্যন্ত সফল হয়েছে। এটা বলাতে তারা (বিএনপি) আরো হতাশ হয়েছেন। বাস্তবতা হচ্ছে এই।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ