চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ক্রমশই পানি বাড়ছে। এতে দেখা দিয়েছে ভাঙন। ফলে আবাদি জমিসহ পদ্মা পাড়ের বাসিন্দাদের বসতবাড়ি বিলীন হচ্ছে নদী গর্ভে। নদী তীরবর্তী কয়েকটি এলাকার মানুষ এখন নদীভাঙন আতঙ্কে দিন পার করছেন।
স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরের মনোহরপুর এলাকায় গত কয়েকদিন ধরেই তীব্র ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিন ধরে ভাঙন তীব্র হওয়ায় পদ্মাপাড়ের অনেক বাসিন্দা ভিটামাটি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
মনোহরপুরের যেসব জায়গায় ভাঙন ধরেছে, ওই সব স্থানে জিওব্যাগে মাটি ভর্তি করে ভাঙন রোধ করার প্রচেষ্টা চালানোর কথা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগও পৌঁছেছে।
মনোহপুরের বাসিন্দা ডালিম বলেন, এখন নদীতে পানি বাড়ছে, যার কারণে ভাঙন তীব্র হচ্ছে। এখন যদি সংশ্লিষ্টরা ভাঙন রোধে কাজ না করে, তাহলে যারা ভিটামাটি হারাচ্ছে তাদের কী হবে। সরকার তো সবার জন্য সহায়তা দেয়, কিন্তু আমরা তা পাইনা।
মনোহপুরের ইউপি সদস্য আনারুল বলেন, বেশ কয়েকদিন আগে মনোহপুরে জিওব্যাগ আনা হয়েছে। কিন্তু জিও ব্যাগের যে কাজ সেটা এখনো দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, মনোহরপুর এলাকায় জিও ব্যাগ পাঠানো হয়েছে। ওই এলাকা অনেক দুর, নৌকায় যেতে হয়। শ্রমিক সংকটের কারণে জিওব্যাগে মাটি ভর্তি করে যথার্থ স্থানে ফেলা হয়নি। আশা করি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
প্রকৌশলী মোখলেছুর বলেন, এবারে নদীভাঙন রোধ করা হবে জিও ব্যাগ দিয়ে। প্রায় ৬০ লাখ টাকার কাজ হবে মনোহরপুর এলাকায়। আর স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
জাগো/আরএইচএম

