পটুয়াখালীতে বৃষ্টি-জোয়ারে চরসহ নিম্নাঞ্চল প্লাবিত

আরো পড়ুন

উপকূল জুড়ে অব্যাহত বৃষ্টি আর নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকা দফায় দফায় প্লাবিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দুই’শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা বন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উচ্চ জোয়ারে নদ-নদীর পানি ২-৩ ফুট বৃদ্ধি পাওয়ায় দফায় দফায় প্লাবিত হচ্ছে অর্ধশত চরসহ নিম্নাঞ্চল।জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।

পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড, মহিলা কলেজ রোড, পুরান বাজার, আদালত পাড়া, চরপাড়া, নিউমার্কেটসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমনের ক্ষেতসহ বহু রাস্তাঘাট, ঘরবাড়ি, পুকুর ও মাছের ঘের। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ