টানা বৃষ্টি ও নদ-নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বাড়ায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের একাংশ তলিয়ে যায়। বাঁধ মেরামতের চেষ্টা করছেন গ্রামবাসী।
এছাড়া উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাঁকবাশিয়া এলাকায় পাউবোর বাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, গদাইপুরের বাঁধটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল।খোলপেটুয়া নদীর জোয়ারে দুপুর সাড়ে ১২টার দিকে বাঁধ ভেঙে যায়। ইতিমধ্যে গদাইপুর গ্রামের একাংশ পানিতে তলিয়ে গেছে। ২০–২২টি বাড়ির আঙিনায় পানি থই থই করছে।
খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, খোলপেটুয়া নদীর গদাইপুর এলাকায় ৫০ ফুট বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। তাঁরা স্থানীয়ভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারের চেষ্টা করছেন।
এদিকে উপজেলার আনুলিয়া এলাকায় পাউবোর বেড়িবাঁধের দুই স্থানে ৫৫০ মিটার এলাকায় হঠাৎ বড় ধরনের ধস নেমেছে। জোয়ারের পানি বাড়ায় যেকোনো সময় ওই স্থানের বাঁধ ভেঙে সাতটি গ্রাম তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাউবো-২ সাতক্ষীরার উপসহকারী প্রকৌশলী আলাউদ্দিন কবির জানান, গত শুক্রবার থেকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। কাঁকবাশিয়া এলাকার মামুনের বাড়ির সামনে ২৩০ মিটার ও কাঁকবাশিয়ার বউদির খেয়াঘাটের উত্তর পাশে ২৪০ মিটার বাঁধে হঠাৎ ধস শুরু হয়। বাঁধটি দ্রুত মেরামত করা হবে বলে।
জাগো/আরএইচএম

