বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেল’র দ্বিতীয়তলা ভবন উদ্বোধন করা হয়েছে। পরে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে আরএন রোডস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধার অতিথির বক্তব্য রাখেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেল’র সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন খসরু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মনসুর আলী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী লিয়াকত আলী।
শুভেচ্ছা বক্তব্যে রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ।

