বুরকিনা ফাসোতে বোমা হামলায় ৩৫জন নিহত হয়েছেন

আরো পড়ুন

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গাড়িবহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

জিবো-বৌরজাঙ্গা সড়কে ওই হামলায় অন্তত ৩৫ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৭ জন।

মালি ও নাইজারের কাছে সাহেল সীমান্তের গভর্নর রোডোলফ সর্গো বলেন, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সেনা প্রহরায় বুরজাঙ্গা শহর থেকে দিজিবোতে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। নিরাপত্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রায়ই হামলা করে থাকে এসব গোষ্ঠী। যে গাড়িবহরে বোমা হামলা হয়েছে, সেনাবাহিনীর প্রহরায় সেসব গাড়িতে করে বিভিন্ন শহরে সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছিল। বিদ্রোহীরা এসব শহরে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে।

গত জানুয়ারিতে বুরকিনা ফাসোর সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে। এর পর থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বেড়েছে।

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি বুরকিনা ফাসো। ২০১৫ সালে সীমান্তবর্তী দেশ মালি থেকে বুরকিনা ফাসোতে সশস্ত্র এসব গোষ্ঠীর তৎপরতা বাড়তে শুরু করে।
বিবিসি জানায়, এর পর থেকেই সশস্ত্র হামলায় দুই হাজারের বেশি বেসমারিক মানুষ নিহত হয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন আরো ১৯ লাখ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ