সাক্ষাতে শেখ হাসিনা ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আরো পড়ুন

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির আইটিসি হোটেলের মিটিং রুমে তাদের এ পূর্বনির্ধারিত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক টুইট বার্তায় এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে আমি আনন্দিত। দুই দেশের নেতৃত্ব পর্যায়ের মধ্যে যে উষ্ণ সম্পর্ক, তাই দুই প্রতিবেশি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দেয়।

এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।

পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ