আওয়ামী লীগ জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
এছাড়াও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্রও বিতরণ করা হচ্ছে।
মনোনয়নপত্রের দাম ২৫ হাজার টাকা। মনোনয়নপত্র বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
নৌকার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে শোডাউনের সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিসের আশেপাশের এলাকা।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান।
তিনি বলেন,আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমায় দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি সিরাজগঞ্জ উন্নয়নে কাজ করে যাব। তিনি যদি আমায় মনোনয়ন না দেন, তিনি যাকে মনোনয়ন দেবেন, তার বিজয় নিশ্চিত করব৷
জাগো/আরএইচএম

