সাতক্ষীরায় নিহত চা বিক্রেতার মাথা উদ্ধার, হত্যাকারী গ্রেফতার

আরো পড়ুন

সাতক্ষীরায় নিহত চা বিক্রেতা নিহত ইয়াসীন আলির মাথা উদ্ধার করেছে র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

ঘটনার পাঁচ দিন পর রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের কামালনগর এলাকায় বাইপাস সড়কের একটি ব্রিজের তলা থেকে তার এই মাথা উদ্ধার করা হয়।

এর আগে র‌্যাবের সদস্যরা জাকির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সকালে নিহত ইয়াসিন আলীর মাথা উদ্ধার করা হলো। হত্যাকারী জাকির হোসেনের বাড়ি খুলনায়। সে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় শ্বশুর বাড়িতে থাকে। তার বাবার নাম মৃত বাচ্চু শেখ। পাওনা টাকা না দেয়ায় একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জাকির হোসেন স্বীকারোক্তি দেয়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ শহরের বকচরা এলাকায় বাইপাস সড়কের পাশে একটি জলাশয় থেকে চা-বিক্রেতা ইয়াসীন আলির মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা খাতুন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ