যশোরে খোয়া যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এসময় বিকাশে লেনদেনের সময় ভুলবশত অন্যের নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে সাত ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে এক লাখ ৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া হ্যাক হয়ে যাওয়া সাতটি ফেসবুক আইডি ও ১৩ জন নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় যশোরের পুলিশ সুপারের কনফারেন্স রুমে ভুক্তভোগীদের টাকা ও মোবাইল ফিরিয়ে দেয়া হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ৪০টি হারানো মোবাইল ও নগদ এক লাখ ৯ হাজার ৯০০ টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে চলেছে।
সাইবার স্পেসে যদি কোনো নারী প্রতারণা বা হয়রানির শিকার হন তবে জানাতে আহবান করা হয়েছে।

