যশোরে রিক্তা খাতুন (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আকাশের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে ঘটনাটি ঘটছে।
তবে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেলা ৩টার দিকে রিক্তা মারা যান।
নিহত রিক্তা খাতুন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে। এবং আকাশ খান ওরফে আসাদুল ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।
নিহতের মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়ের স্বামী আকাশ বিদেশ ছিল। ১০ দিন আগে সে বাড়িতে আসে। আজ সকালে মেয়ে তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিল। হটাৎ করেই জামাই এসে বটির আছাড় দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে আসি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বটির আঘাতে গৃহবধূ খুন হয়েছে। শুনে ঘটনাস্থলে এসেছি। ঘাতক আকাশকে আটকের চেষ্টা চলছে।

