যশোরে ৪০টি ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার দুই

আরো পড়ুন

যশোরের অভয়নগরে ৪০টি ৫০০ টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফুল ইসলাম (৩৮) নামে দুই যুবককের গ্রেফতার করেছে র‌্যাব।

উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হোটেল আল রেজুয়ান এর তৃতীয় তলার ৩০৩ নং রুমে অভিযান চালিয়ে জাল টাকাসহ ওই দুই যুবককে গ্রেফতার করে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মহিবুর রহমান চৌধুরী চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও কাশেমপুর গ্রামের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। দীর্ঘদিন তিনি এসব নকল টাকার ব্যবসা করে আসছিলো।

অপর গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার চরজাকালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকার অবস্থান করে এসব জাল টাকার কারবার করছিলো।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারে সরবরাহ করে আসছিলো। এর আগেও তারা জাল টাকা তৈরীর মেশিনসহ ঢাকার ডেমরা থানা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিল।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম শামীম হোসাইন জাল টাকাসহ থানায় দুই জনকে র‌্যাব কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ