দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। আগের দিন করোনায় দুই জনের মৃত্যু হয়। ১৫৬ জনের করোনা শনাক্ত হয়।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ২৬।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।

