যশোরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার শামস্-উল হুদা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যাচে তারা ১-০ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়া চক্রকে হারায়।
খেলার ৪০ মিনিটে একমাত্র গোলটি করেন মফিউল্লাহ। খেলার ৪৩ মিনিট পর দশ জনের দলে পরিণত হওয়া রাসেলের বিপক্ষে গোল করতে পারেনি আবাহনী।
এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, লিগ পরিচালনা কমিটির চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী সরু প্রমুখ।

