যশোরের আরবপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক নৈশপ্রহরী মারা গেছেন। নিহতের নাম আবু জাফর (৬০)।
সোমবার (২২ আগস্ট) রাত ১১ টার দিকে আরবপুর মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর আবু জাফরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।
আবু জাফরের যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাওয়ালী জানান, অভিভাবকদের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের জিম্মায় দেয়া হয়েছে।

