ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

আরো পড়ুন

শেরপুরের নকলায় ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন। এক সাইকেলে করেই ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন, হানিফ মিয়া (৪২) ও তার ছেলে পিয়াস (১১)।

হানিফ মিয়ার বাড়ি কলাপাড়া গ্রামে। তিনি কৃষি কাজ করতেন। পিয়াস নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছেলেকে নিয়ে বাইসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন হানিফ মিয়া। তারা নকলা সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। পিয়াসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, ইতিমধ্যে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ