২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু নেই, শনাক্ত ১৭৩

আরো পড়ুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ১৭৩ জন। গতকাল শনাক্ত ছিল ১০০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের এবং শনাক্ত ২০ লাখ ৯ হাজার ৯৭০ জন।

রবিবার (২১ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আর গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৩৭২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬১৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬০৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৪ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ