জ্বালানি থেকে এ বছর রাশিয়ার আয় হবে ৩৩৮ বিলিয়ন ডলার

আরো পড়ুন

গত বছর রাশিয়ার জ্বালানি খাত থেকে আয় ছিল ২৪৪.২ বিলিয়ন ডলার। রাশিয়া এ বছর জ্বালানি বিক্রি করে ৩৩৭.৫ বিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি আয় করতে যাচ্ছে রাশিয়া।

মূলত তেল রপ্তানি বৃদ্ধি এবং সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির কারণেই প্রচুর আয় করছে দেশটি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধাক্কা খেলেও জ্বালানী থেকে অতিরিক্ত আয় দিয়ে সে ধাক্কা সামলে নিয়েছে রাশিয়া।

জার্মানি বলছে, এ বছর গ্যাস রপ্তানি করে আয় দ্বিগুনেরও বেশি বেড়েছে রাশিয়ার। ২০২৫ সালের আগ পর্যন্ত এই অতিরিক্ত রপ্তানি আয়ের সুবিধা ভোগ করতেই থাকবে রাশিয়া। এরপর এই দাম কমে আসবে।

নথিতে আরো বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার তেল উৎপাদন বৃদ্ধি করেছে। এশিয়ার দেশগুলোও রাশিয়ার থেকে তেল আমদানি করতে শুরু করেছে কিংবা যারা আগে থেকেই আমদানি করতো তারা ক্রয় বাড়িয়ে দিয়েছে। এতে লাভবান হচ্ছে রাশিয়া।

রয়টার্সের রিপোর্টে বলা হয়, সামগ্রিকভাবে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার পরেও দারুণভাবে শক্ত রয়েছে রাশিয়ার অর্থনীতি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ