ঝিনাইদহে মামার মারধরে প্রাণ গেলো ভাগ্নের

আরো পড়ুন

ঝিনাইদহে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে মামার মারধর আহত ভাগ্নে শোলকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত শোলক শহরের ব্যাপাড়ীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। সে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গত সোমবার মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় ছেলে শোলকের। এরই একপর্যায়ে চাচাতো মামা লাঠি দিয়ে পিটিয়ে শোলককে গুরুতর আহত করে। সেসময় তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ