নিজেদের হীনমন্য না ভাবতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্ঠমী উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, এই মাটিতে যাদের ধর্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না। আওয়ামী লীগ সরকার কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার বিশ্বাস করে না।
সরকারপ্রধান বলেন, একটা শ্রেণি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা সবসময় ধর্মীয় সম্প্রতি নষ্ট করার পাঁয়তারা করে।

