শৈলকুপায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের আমৃত্যু কারাদন্ড

আরো পড়ুন

আর আই রাজিব, ঝিনাইদহ : শৈলকুপায় শিক্ষক আলাউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও এক জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুর ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালদের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হল, উপজেলার শিতালি গ্রামে রান্নু খান, জামাল খান ও কানু খান। আমৃত্যু কারাদন্ড প্রাপ্তআসামী হল একই গ্রামের শামসুর রহমান।

Jhenaidahshailkupa11 1

রায়ের বিবরনী থেকে জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে শৈলকুপা উপজেলার শিতালী গ্রামে সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে সকালে ওই গ্রামের খান মো: আলাউদ্দিন নামের এক ব্যক্তি কে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রান্নু খান সহ কয়েকজন। এই ঘটনায় আলাউদ্দিন চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে শৈলকুপা থানায় ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত ৩ জনকে মৃত্যুদন্ড ও ১ জনকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। মামলার বাকি ৩ আসামীকে খালাশ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ