যশোরে ব্যাংক ডাকাতি প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বেলা ১১টার পর ঝিকরগাছা থানার মোড় শাহজাহান আলীর স’ মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় অপর একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের রোকনুজ্জামান ওরফে শাওন (২৯), চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আল মামুন (২২) ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের রুবেল হোসেন (৩২)। পলাতক ফাহিম (২৪) ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে. নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রবিবার বেলা ১০টার পর জানতে পারেন ওই এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী একটি ব্যাংকের টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক তারা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটকের পর আসামিরা স্বীকার করেছেন তারা নানা ধরনের অপরাধের সাথে জড়িত। অস্ত্র ব্যবহার করে তারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। এ ঘটনায় চারজনকে আসামি করে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

